ফেনী | তারিখঃ July 2nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 32809 বার

শহর প্রতিনিধি->>
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, ‘দেশে বন্যা হয়েছে, আওয়ামী লীগ স্বীকারই করতে চায় না। মানুষ কষ্ট করছে, এটি বললেই পদ্মা সেতুর নামে যে রকম ঢাকঢোল পিটিয়েছে, সেটি ম্লান হয়ে যাবে। প্রধানমন্ত্রী হেলিকপ্টার নিয়ে ঘোরেন, ওপর থেকে দেখেন পানি কোথায়। কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যাননি। আজ ফেনীতে বিএনপিকে কেন বাধা দেওয়া হলো? ফুলগাজীর ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশে কি মগের মুল্লুক চলছে? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই ফুলগাজীতে যাইনি।’
আবদুস সালাম শনিবার দুপুরে ফেনী শহরের ইসলামপুর রোডের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
খালেদা জিয়াকে সরকার ভয় পায় উল্লেখ করে আবদুস সালাম আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটে বিশ্বাস করে। চ্যালেঞ্জ দিতে চাই, খালেদা জিয়াকে মুক্তি দিন। ৩০০ সিটে খালেদা জিয়া আর আপনি ভোট করেন। দেখেন আপনি কয়টা ভোট পান, খালেদা জিয়া কয়টা পান। পারবেন না তো। নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, আপনাদের ভরাডুবি হবে।’
আবদুস সালাম আরও বলেন, পদ্মা সেতুতে আওয়ামী লীগের নেতারা যাবেন, সে জন্য অস্থায়ী টয়লেট তৈরি করা হয়। ওখানে ১০ কোটি টাকা খরচ হয়। আওয়ামী লীগ কখনো জনগণের কথা চিন্তা করেনি। বিএনপিকে জনগণের কাছে যেতে দিতে চায় না। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মানুষের কাছে যেতে দেয় না। তারেক রহমানকে দেশে এসে জনগণের সামনে যেতে দিতে ভয় পায়।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব ও ফেনী-১ নির্বাচনী এলাকার দলীয় সমন্বয়ক রফিকুল আলম। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহেমদ, হারুনুর রশিদ, কেন্দ্রীয় গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, জাতীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেবসহ স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে ফুলগাজীর বন্যাদুর্গত এলাকায় বিতরণের জন্য ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণ জেলা বিএনপির নেতাদের কাছে হস্তান্তর করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার
- দাগনভূঞায় যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ, বিপুল পরিমান পণ্য জব্দ
- ফেনীর শ্রমিক লীগ নেতা আলীর অফিসে বিএনপির রোডমার্চ’র প্রস্তুতি সভা
- ছাগলনাইয়ায় অটোরিকশাকে বাসের ধাক্কা, সেনা কর্মকর্তাসহ তিনজন নিহত
- ফেনীর যুবলীগ নেতা পিটু বাহিনীর প্রধান পিটুকে কারাগারে প্রেরণ
- ছাগলনাইয়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আরেক কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
- ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী, সঙ্গে থাকা ব্যাগে মিলল চিরকুট
- “ফেনী সমিতি কক্সবাজার” কার্যালয়ের উদ্বোধন
- ফেনীতে ঈদে মিলাদুন্নবীতে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ
- ফেনীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী
Leave a Reply