ফুলগাজী | তারিখঃ June 22nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 61758 বার

ফুলগাজী প্রতিনিধি->>
ফুলগাজীতে নদী রক্ষা বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করেছে। এরই মধ্যে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। পানির স্রোতে কয়েকটি রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার অন্তত ২৪৭টি পুকুরে মাছ।
স্থানীয়রা জানায়, সোমবার ভোরে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া এলাকার রতন মেম্বারের বাড়ি সংলগ্ন এবং সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর এলাকার সেকান্তর মাস্টার বাড়ি সংলগ্ন বাঁধ ভেঙে যায়।
বেলা ১১টার দিকে একই ইউনিয়নের দেড়পাড়ায় আরেকটি বাঁধ পানিতে তলিয়ে যায়। ফলে দেড়পাড়া, নিলক্ষী, উত্তর নিলখী, গাবতলা, মনতলা, গোসাইপুর, নোয়াপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও বৈরাগপুর, দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া এলাকা প্লাবিত হয়। এছাড়া পরশুরাম উপজেলার পশ্চিম অলকা গ্রামের একটি জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
বুধবার দুপরে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে গিয়ে দেখা যায়, ফুলগাজী প্রধান সড়ক থেকে উত্তর দৌলতপুর সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সড়কে এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা গাছের গুড়ি ও বাঁশ দিয়ে অস্থায়ী শাখো বানিয়ে চলাচল স্বাভাবিক করেছে।
সকালে ফুলগাজী সদর ইউনিয়নের দেরপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ফুলগাজী বাজার থেকে দেড়পাড়া সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সড়কে এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া দক্ষিণ ঘরিয়া ও দরবারপুর সড়কেও রাস্তার পিচঢালাই উঠে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
সড়কের ক্ষয়ক্ষতির বিষয়ে ফুলগাজী উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ বলেন, বন্যার পানি এখনো পুরোপুরি নেমে যায়নি। বেশ কয়েকটি রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। কয়েকটি রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিগগির এসব সড়কের তালিকা প্রস্তুত করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, ফেনীর মুহুরী-কহুয়া-সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনটি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সমাধানে চলতি বছরের ৭ এপ্রিল ৭৩১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় বিশেষ শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে ৪০ কিলোমিটার নদী খনন, ৭৮ কিলোমিটার বাঁধ মেরামত, ১২ কিলোমিটার জুড়ে ব্লক স্থাপন, ফ্লাড বাইপাস, ৯৫ হেক্টর জমি অধিগ্রহণ। প্রকল্পের ৫০ শতাংশ অর্থ খরচ হবে জমি অধিগ্রহণে। ৭৩১ কোটি টাকা ব্যয়ের প্রকল্পে শর্তগুলো প্রতিপালন সাপেক্ষে প্রকল্পটি চুড়ান্ত অনুমোদন পাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply