পরশুরাম প্রতিনিধি->>

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, দেশের অর্থনৈতিক বিকাশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার চেষ্টা করতে হবে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পরশুরামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়তে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। উপজেলা সহকারী কমিশনার (ভুমি)নাসরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রার্থ প্রতীম রায়, মজুমদার হাট কোম্পানি কমান্ডার সুবেদার মো মনিরুজ্জামানসহ প্রমুখ।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রসঙ্গে উপস্থিতির উদ্দেশ্যে তিনি বলেন, এ জনপদে মাদক প্রবণতা, সম্ভাব্য করণীয় বিষয়ে কর্মশালায় সুপারিশ করতে হবে।

কর্মশালায় উপজেলা প্রশাসনের ঊধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।