শহর প্রতিনিধি->>

ফেনীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ফেনী সার্কিট হাউজে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজগর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সিভিল সার্জন ডা. রফিক উস ছালেহীন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব প্রমুখ।

সভায় শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী তার বক্তব্যে শহরের ব্যস্ততম বড় বাজারের ইসলামপুর রোড ও তাকিয়া রোডে বিএনপির মিছিল-মিটিং বন্ধের দাবী জানিয়েছেন।

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ সড়ক দুটিতে গড়ে ওঠা ব্যাবসায়িক আড়ৎ থেকে প্রতিদিন ক্রেতা-বিক্রেতারা সওদা করে। বিএনপি নেতারা পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ মিছিল-মিটিং করে। ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছে। একটা রাজনৈতিক দলের জন্য সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ প্রয়োজন বলেও জানান তিনি।

সভায় বক্তারা আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকালীন সময়ে জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে যানজট নিরসনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান সভাপতির বক্তব্যে বিভিন্ন বিষয়ের সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।