
চট্টগ্রাম অফিস->>
ছাগলনাইয়ার তারেক মেমোরিয়াল-ইব্রাহিম জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ৫৮৯ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার সলিমপুর এলাকা থেকে এ্যাম্বুলেন্সের ভিতর রোগীর জায়গায় বস্তায় বস্তায় রাখা ফেন্সিডিলসহ তিনজনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. মহিউদ্দিন হোসেন (৩৩), একই উপজেলার মটুয়া নতুন গ্রামের ফজলুল করিমের ছেলে মো. কামাল হোসেন (৩২) ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পশ্চিম ছত্তরুয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. কামরুল হাসান (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার সলিমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে র্যাব। এসময় ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার সময় ছাগলনাইয়ার তারেক মেমোরিয়াল-ইব্রাহিম জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্স আটক করে তল্লাশি চালায় র্যাব। এ্যাম্বুলেন্সের ভিতরে রোগী রাখার সীটের উপর থেকে বস্তা বন্দি ৫৮৯ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব। এসময় এ্যাম্বুলেন্স চালকসহ তিন মাদক বিক্রেতাকে আটক করে র্যাব।
র্যাব আরও জানায়, র্যাবরে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলের মাদক বিক্রেতাদের কাছে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
র্যাব-৭ এর সিনিয়ার সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- বড় ফেনী নদীতে আবারও ধরা পড়ল বড় ৩০ ইলিশ
- সোনাগাজীতে নতুন উদ্ভাবিত পাঁচ জাতের ধানের বাম্পার ফলন
- ফেনীতে বিএনপি-আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ’র ঘটনায় ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
- ফেনীতে সৌদি রিয়েল বিক্রয়ের লোভ দেখিয়ে প্রতারণা, গণপিটুনির পর প্রতারকচক্রের তিনজন গ্রেপ্তার
- বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল যাদুঘর এখন ফেনীতে, ১৫ আগস্ট পর্যন্ত দর্শনাথীর জন্য উন্মুক্ত
- আদালতে অভিযোগ দেয়ায় হুমকি-ধমকির শিকার হচ্ছি, জীবনের নিরাপত্তা চেয়েছেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার
- ফেনীতে বিএনপির কর্মসূচীতে ত্রীমুখী সংঘর্ষ, ১৫ রাউন্ডগুলি বর্ষণ, আহত-১৫, আটক-১
- ফেনীর লেমুয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে বৃদ্ধ দম্পতির চলাচলের পথ কাঁটা দিয়ে অবরুদ্ধ
- দাগনভূঞায় তেল পরিমাণে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা
Leave a Reply