শহর প্রতিনিধি->>

ফেনীতে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন হয়েছে। রোববার সকালে জেলা ও ফেনী সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন, আইসিটি) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঞা। অতিথির বক্তব্য রাখেন জেষ্ঠ সাংবাদিক আবু তাহের, ভূমি সেবা গ্রহীতাদের মধ্যে বক্তব্য রাখেন সালাহ উদ্দিন, খোদেজা আক্তার প্রমূখ।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, ভূমি এমন একটা বিষয়, বিশ্বের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ এটার সাথে জড়িত। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, সে হিসেবে এখানকার সব মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমির সাথে জড়িত।প্র ত্যাশিত ভূমি সেবা পেতে হলে সেবা গ্রহীতাদের সচেতন হতে হবে। সবাই যদি সচেতন থাকেন তবে ভূমি সেবা খাতে প্রত্যাশিত গতি আসবে। এতে করে সেবা গ্রহীতাদের কোন ভোগান্তির সম্মুখীন হতে হবে না।
জেলা প্রশাসক আরও বলেন, ভুমি সেবা বিষয়ে জনগণকে সচেতন করার জন্য এ ভূমি সপ্তাহ। দেশ ডিজিটাল হচ্ছে, ভুমি সেবাকেও যুগেপোযুগী করা হয়েছে। এখন ভূমি সেবা ঘরে বসেই পাচ্ছে জনগণ। খাজনা ও নামজারিসহ ভূমি বিষয়ক সকল কার্যক্রম এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করতে পারছে মানুষ।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলার সেরা ভূমি কর্মকর্তার পুরষ্কার অর্জন করেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন আখতার, ফাজিলপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হাফিজুল্লাহ। সোনাগাজী পৌর উপসহকারী কর্মকর্তা তাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, ভূমি সংশ্লিষ্ঠ কর্মকর্তাসহ আমিন্ত্রত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।