ছাগলনাইয়া | তারিখঃ May 22nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 29417 বার

ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ার রাধানগরে তথ্য অফিসের আয়েজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির।
জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম।
উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের উন্নয়ন, অগ্রগতি, সাফল্য, অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ এবং চলমান সামাজিক সমস্যা যথা যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ, গুজব প্রভৃতি মোকাবেলায় করনীয় শীর্ষক মহিলা সমাবেশ বক্তারা সরকারের চলমান উন্নয়ন কার্যযক্রম তুলে ধরার পাশাপাশি সামাজিক সমস্যা মোকাবেলায় করনীয় বিষয়ে আলোচনা করেন।
ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঁর দপ্তর কর্তৃক নারীদের উন্নয়নে গৃহীত কার্যক্রম সম্পর্কে উল্লেখ করেন। তিনি বলেন সরকার নারীদের আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করে তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
জেলা তথ্য অফিসার প্রধানমন্ত্রীর জনবান্ধব ১০ টি বিশেষ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন বিগত ১৩ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সকল ক্ষেত্রেই দেশের অগ্রগতি চোখে লাগার মতো। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তবে এই উন্নয়ন বৃথা যাবে যদি যৌতৃক, বাল্যবিবাহ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারি। সামাজিক ব্যাধি মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার জন্য বক্তারা আহবান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply