শহর প্রতিনিধি->>

ফেনীতে যানজট নিরসনে সড়কে তৎপরতা বাড়িয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার থেকে শহরের শহীদুল্লা কায়সার সড়ক, মহিপাল, নোয়াখালীস মহড়কের পাঁচগাচিয়া মোড় এলাকায় ট্রাফিক পুলিশের রেকার অবৈধ পার্কিং রোধে কাজ করেছে।

জেলা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ফেনীর জনসাধারণের অন্যতম দুর্ভোগ এর নাম যানজট। এই দুর্ভোগ লাঘব করতে দিন রাত কাজ করছে জেলার ট্রাফিক পুলিশ। এবার অবৈধ পার্কিং রোধ করতে ট্রাফিক পুলিশ রেকারিং শুরু করেছে। সকলকে এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ হতে আহ্বান জানানো হচ্ছে। সর্বসাধারণের জীবন ও মালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে Nazmul Hoque Bhuiyan নামে একজন লিখেন, ‘আজ সকালে মহিফাল ফলের আডতের সামনে রেকারটা দেখলাম-আগে পিছে কোন জ্যাম নেই। এরকম পদক্ষেপে ফেনীর যানজটের কারনে সৃষ্ট জনদুর্ভোগ দূর হোক। অনেক অনেক ধন্যবাদ ফেনীর পুলিশ প্রশাসনকে।’

অপরদিকে MD Mahbub Ullah Masum নামে একজন লিখেন, ‘কালকে দুপুরে পরিক্ষা দিয়ে আসার সময় ট্রাংক রোড় থেকে মহিপাল আসতে সময় লেগেছে মাত্র ৪০ মিনিট।’

যানজটের বিষয়ে বাদল ফেনী নামে একজন লিখেন, ‘জীবনেও পারবেনা স্যার| রাস্তার অর্ধেক যায়গা দখল করে থাকে ব্যবসায়ীদের দখলে| গাড়ি, গাছ মুরগী, বিভিন্ন পন্য সামগ্রি দিয়ে| ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ মাসয়ারা খায়।’

ফুটপাত দখল মুক্ত করনের বিষয়ে Nur UL Islam নামে একজন লিখেন, ‘ফুটপাত দখলমুক্ত কি করবে? যারা করে দিবেন তারা নিজেরে ফুটপাত বসাতে সবসময় প্রস্তুত থাকেন কারণ ফুটপাত বসলেই তারা টাকা পাবেন।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ফেনীতে জানযট নিরসনে সড়কে তৎপরতা বাড়িয়েছে ট্রাফিক পুলিশ। অবৈধ পার্কিং রোধ করতে ট্রাফিক পুলিশ রেকারিং শুরু করেছে। যা চলমান থাকবে। এতে করে যানজট লাঘব হবে বলেও তিনি মনে করছেন।