ফেনী | তারিখঃ May 13th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 25112 বার

শহর প্রতিনিধি->>
ফেনীতে বাসদের দ্বিতীয় সম্মেলনে মালেক মনসুর আহ্বায়ক ও অর্জুন দাস সদস্য সচিব নির্বাচিত হয়েছে। শুক্রবার বিকেলে বাসদ জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস।
‘গণতান্ত্রিক আন্দোলন তীব্রতর করুন, পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন’ এ শ্লোগানকে উপজীব্য করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ফেনী জেলা শাখার দ্বিতীয় সম্মেলনে সভাপতিত্বে করেন বাসদ ফেনী জেলা শাখার আহ্বায়ক কমরেড হারাধন চক্রবর্তী।
শহরের মডেল থানার সামনে সোনালী মার্কেটের দ্বিতীয় তলায় বাসদ জেলা কার্যালয়ে বাসদ জেলা শাখার সদস্য সচিব কমরেড মালেক মনসুরের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদের জেলা নেতা কমরেড অর্জুন দাস, কমরেড সিরাজ উদ্দিন, সিপিবির ফেনী জেলার সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বপন ও শ্রমিক নেতা প্রদীপ দাস।
সম্মেলনে বাসদ ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক কমরেড দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসদ এর দ্বিতীয় সম্মেলনে কমরেড মালেক মনসুরকে আহবায়ক এবং কমরেড অর্জুন দাসকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন আইরিন, মেঘলা, প্রকৃতি, বর্ষা, তিথি, আইরিন সহ চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীরা।
এর আগে সম্মেলন শুরুর পূর্বে লাল পতাকার একটি সুদৃশ্য র্যলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply