ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের ৫৪ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পৌর শহরের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫টি ইউনিয়ন, পৌরসভা ও ৫৪টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার’র সভাপতিত্বে অতিথি ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিনু, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ঘোপালের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, শুভপুর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম।

বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিবের পরিচালনা এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।