
শহর প্রতিনিধি->>
ফেনীতে “ক্বেরাত ও আযান’’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জেলা পুলিশের আয়োজনে “ক্বেরাত ও আযান’’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনার জয়নার আবেদীন দিলআফরোজ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নুর জাহান বেগম, জেলা পুনাক সভানেত্রী মোছা. শামীমা আক্তারসহ জেলার সকল পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকগণ।
অনুষ্ঠানে ক-গ্রুপ (ক্বেরাত-পুরুষ ১২ বছর বয়স পর্যন্ত), খ-গ্রুপ (ক্বেরাত-পুরুষ উন্মুক্ত), গ-গ্রুপ (ক্বেরাত নারী ১২ বছর বয়স পর্যন্ত), ঘ-গ্রুপ (ক্বেরাত নারী উন্মুক্ত), ঙ-গ্রুপ (আযান পুরুষ ১২ বছর বয়স পর্যন্ত), চ-গ্রুপ (আযান পুরুষ উন্মুক্ত) প্রতিযোগীতার বিজয়ী ১ম, ২য়, ও ৩য় স্থান অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
যারা বিজয়ী হয়েছেন:
“ক্বেরাত” প্রতিযোগিতা ক-গ্রুপ-পুরুষ (১২ বছর বয়স পর্যন্ত) :
১ম স্থান : মোহাম্মদ নুরুদ্দিন (১২), পিতা-নূরুল হক, দূর্গাপুর, পরশুরাম, ফেনী, জামিয়া রশিদিয়া লস্করহাট মাদ্রাসা, ফেনী।
২য় স্থান : মোঃ আব্দুর রহমান(১০), পিতা- ছালেহ আহমদ, সাং-দেড়পাড়া, থানা-ফুলগাজী, জেলা-ফেনী, ফুলগাজী আশরাফিয়া মাদরাসা, ফুলগাজী, ফেনী।
৩য় স্থান : মোহাম্মদ শাহাদাত হোসেন (১১), পিতা-শফিকুল ইসলাম, উ: ভাটরা, নান্ডিয়ারা, রামগঞ্জ, জেলা-লক্ষীপুর, জামিয়া রশিদিয়া লস্করহাট মাদ্রাসা, ফেনী।
“ক্বেরাত” প্রতিযোগিতা খ-গ্রুপ-পুরুষ (উন্মুক্ত) :
১ম স্থান : মুহাম্মদ রবিউল আউয়াল রাশেদ (২০), পিতা-মুহাম্মদ ইউসুফ, সাং-হাজারীপাড়া, থানা-ফেনী মডেল, ফেনী, দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা, সোনাগাজী, ফেনী।
২য় স্থান : হাফেজ জোবায়ের হোসেন (২৫), পিতা-হাফেজ আবুল বাশার, সাং-উত্তর আলীপুর, থানা-দাগনভূঁঞা, ফেনী, বাহরিগোবিন্দ মাকছুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দাগনভূঁঞা, ফেনী।
৩য় স্থান : মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ (১৪), পিতা-মৌলভী নিজাম উদ্দিন, সাং-কামার পুকুরিয়া, থানা-দাগনভূঁঞা, ফেনী, দারুল কুরআন ওয়াস সুন্নাহ কাছিমুল উলূম মাদ্রাসা, মোমারিজপুর, দাগনভূঁঞা, ফেনী।
“ক্বেরাত” প্রতিযোগিতা গ-গ্রুপ-নারী (১২ বছর বয়স পর্যন্ত) :
১ম স্থান : ফারহানা আক্তার তানিশা, পিতা-মোঃ মনজুর আলী, সাং-মধ্যম মটুয়া, থানা-ছাগলনাইয়া, ফেনী, মৌলভী সামছুল করিম দাখিল মাদ্রাসা, ছাগলনাইয়া, ফেনী।
২য় স্থান : উম্মে সালাম সুরাইয়া (১২), পিতা-নেছার উদ্দিন নাছির, সাং-পূর্বচন্দ্রপুর, থানা-দাগনভূঁঞা, ফেনী, মুন্সী আব্দুল কাদের হিবজুল কুরআন মডেল মাদ্রাসা, দাগনভূঁঞা, ফেনী।
৩য় স্থান : তাসফিয়া সুলতানা তানিশা (১২), পিতা-জাফর ইকবাল, সাং-চরমজলিশপুর, থানা-সোনাগাজী মডেল, ফেনী, মুন্সী আব্দুল কাদের হিবজুল কুরআন মডেল মাদ্রাসা, দাগনভূঁঞা, ফেনী।
“ক্বেরাত” প্রতিযোগিতা ঘ-গ্রুপ-নারী (উন্মুক্ত) :
১ম স্থান : সিমা আক্তার (১৫), পিতা-নিজাম উদ্দিন, সাং-মধুয়াই (শাহ ফরাজী মিয়াজী বাড়ী), থানা ও জেলা-ফেনী, উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা, ফেনী (মধুয়াই), ফেনী সদর।
২য় স্থান : আছমা আক্তার (১৫), পিতা-মিজানুর রহমান, সাং-মধুয়াই বোর্ড অফিসের সাথে, থানা ও জেলা-ফেনী, উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসা, ফেনী (মধুয়াই), ফেনী সদর।
৩য় স্থান : মিফতাহুল জান্নাত ওয়াসিফা (১৩), পিতা-ইমাম উদ্দিন, সাং-দেবরামপুর, থানা-দাগনভূঁঞা, ফেনী, দাগনভূঁঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দাগনভূঁঞা, ফেনী।
“আযান” প্রতিযোগিতা ঙ-গ্রুপ-পুরুষ (১২ বছর বয়স পর্যন্ত) :
১ম স্থান : মো: ইছহাক (১১), পিতা-মো: ইব্রাহিম, সাং-পুরাতন পুলিশ কোয়ার্টার, থানা ও জেলা-ফেনী, জামিয়াতুল শহীদ মাদ্রাসা, মধ্যম সোনাপুর, কাজিরবাগ, ফকিরহাট, ফেনী।
২য় স্থান : যোবায়ের হোসেন (১১), পিতা- মনির আহাম্মদ, সাং- কিল্লা দিঘি, থানা- ফুলগাজী, জেলা- ফেনী, উত্তর তারাকুচা জামেয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসা, ফেনী।
৩য় স্থান : আরিফুল ইসলাম (১১), পিতা-শরিফুল ইসলাম, সাং-দক্ষিণ ছনুয়া, থানা ও জেলা-ফেনী, ফাজিলপুর ওয়ালিয়া কামিল মাদ্রাসা, ফেনী সদর।
“আযান” প্রতিযোগিতা চ-গ্রুপ-পুরুষ (উন্মুক্ত) :
১ম স্থান : হাফেজ জোবায়ের হোসেন (২৫), পিতা-আবুল বাশার, সাং-উত্তর আলীপুর, থানা-দাগনভূঁঞা, ফেনী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- বড় ফেনী নদীতে আবারও ধরা পড়ল বড় ৩০ ইলিশ
- সোনাগাজীতে নতুন উদ্ভাবিত পাঁচ জাতের ধানের বাম্পার ফলন
- ফেনীতে বিএনপি-আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ’র ঘটনায় ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
- ফেনীতে সৌদি রিয়েল বিক্রয়ের লোভ দেখিয়ে প্রতারণা, গণপিটুনির পর প্রতারকচক্রের তিনজন গ্রেপ্তার
- বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল যাদুঘর এখন ফেনীতে, ১৫ আগস্ট পর্যন্ত দর্শনাথীর জন্য উন্মুক্ত
- আদালতে অভিযোগ দেয়ায় হুমকি-ধমকির শিকার হচ্ছি, জীবনের নিরাপত্তা চেয়েছেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার
- ফেনীতে বিএনপির কর্মসূচীতে ত্রীমুখী সংঘর্ষ, ১৫ রাউন্ডগুলি বর্ষণ, আহত-১৫, আটক-১
- ফেনীর লেমুয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে বৃদ্ধ দম্পতির চলাচলের পথ কাঁটা দিয়ে অবরুদ্ধ
- দাগনভূঞায় তেল পরিমাণে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা
Leave a Reply