সোনাগাজী | তারিখঃ April 23rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 39489 বার

সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজীতে মাদ্রাসাছাত্রকে (১৪) ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন মোস্তাকিম বিল্লাহ (২৩) নামে এক কওমি মাদ্রাসার শিক্ষক। শনিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে ওই শিক্ষক ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
অভিযুবক্ত শিক্ষক মোস্তাকিম বিল্লাহ নোয়াখালী জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের একটি কওমি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসার ভেতরে ওই শিক্ষকের কক্ষে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় শুক্রবার মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি বাদী হয়ে শিক্ষক মোস্তাকিম বিল্লাহকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মোস্তাকিম বিল্লাহ ওই ছাত্রকে তাঁর কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ছাত্রটি ভয়ে কাউকে কিছু না বললেও গতকাল সকালে ছাত্ররা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করলে ঘটনাটি জানাজানি হয়। পরে বিষয়টি মাদ্রাসার অন্যান্য শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবকেরা জানতে পারেন।
মামলার বাদী বলেন, বিষয়টি শোনার পর তিনিসহ পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে এবং মাদ্রাসার প্রধান শিক্ষকের কক্ষে ছাত্রদের একে একে ডেকে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় অন্তত ১০ ছাত্র মোস্তাকিম বিল্লাহর নির্যাতনের শিকার হয়েছে বলে জানায়। পরে অভিযুক্ত শিক্ষককে ডেকে অন্যান্য শিক্ষকের সামনে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে মোস্তাকিম বিল্লাহ একাধিক ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যান।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, আজ দুপুরে ওই ছাত্রকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড শেষে আজ দুপুরে তাঁকে আদালতের নির্দেশে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে ‘ইউপি সদস্যের নেতৃত্বে’ এলজিইডির সড়কের পাশের অর্ধ শতাধিক সরকারি গাছ লুট
- ফেনীতে ট্রাক থেকে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চালক আটক
- সোনাগাজীতে অধ্যক্ষের পর এবার মারা গেলেন উপাধ্যক্ষও
- সোনাগাজীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আজ পবিত্র আশুরা
- মাঠে ফিরতে মুখিয়ে সাইফুদ্দিন
- ফেনী সরকারী কলেজের শতবর্ষ পূর্তিতে শোভাযাত্রা
- মালয়েশিয়ার প্রথম ফ্লাইটের ৫৩ কর্মীকে বিদায় জানালেন স্নিগ্ধা ওভারসিজের চেয়ারম্যান নিজাম হাজারী
- ফেনীতে বঙ্গমাতার ৯২ তম জন্মদিনে আওয়ামী লীগের মিলাদ ও দোয়া
Leave a Reply