ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্নাকে নিয়ে গান গাইলেন সংগীতশিল্পী আসিফ আকবর। মান্না অভিনীত ‘রাজা নাম্বার ওয়ান’ সিনেমার মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন আসিফ। ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ শিরোনামের গানের পর মান্নার সিনেমার বেশ কিছু গানে কণ্ঠ দেন আসিফ। তাই মান্নার প্রতি এক ধরনের মুগ্ধতাও আছে আসিফের। এবার সেটিই ফুটে উঠবে গানে। প্রয়াত এ চিত্রনায়কের জন্মদিন আগামী ১৪ এপ্রিল। তার স্মরণে নতুন একটি গান গাইলেন আসিফ আকবর। এর কথা লিখেছেন মান্নার স্ত্রী শেলী কাদের। গতকাল (৫ এপ্রিল) গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/রূপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে’- এমন কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আসিফ আকবর বলেন, ‘আসছে ১৪ এপ্রিল প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের জন্মদিন। প্রিয় মান্না ভাইয়ের স্ত্রী শেলী ভাবির লেখা গানটির সুর ও সংগীত করেছেন স্নেহের কিশোর দাশ। এটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’