ফুলগাজী প্রতিনিধি->>

ফুলগাজীর মুন্সিরহাটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে দুই ওষুধ দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মুন্সিরহাট বাজারের মা-মনি মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রয়ের দায় ২০ হাজার টাকা, দাস মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং বাজারে জনসমক্ষে ধূমপান করার দায়ে দুইজনকে একশত টাকা জরিমানা সহ বাজারে আজিজিয়া মেডিকেল হলে মনোরঞ্জন দাস নামে একজন ভুয়া চিকিৎসককে রোগীদের চিকিৎসা না দেয়ার জন্য শেষবারের মতো সাবধান করে দেয়া হয়।
আদালত পরিচালনাকালে জেলা ড্রাগ সুপারভাইজার সালমা সিদ্দিকা উপস্থিত ছিলেন।