নিজস্ব প্রতিনিধি->>
ফেনীতে প্রায় দুই কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার মধ্যরাতে ফেনীস্থ ৪ বিজিবির সদস্যরা ফেনী ও মিরসরাই সীমান্তের পূর্ব অলিনগরে অভিযান চালিয়ে এই ট্যাবলেটগুলো জব্দ করেন। বুধবার দুপুরে জব্দকৃত ট্যাবলেটগুলো ফেনীর কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অলিনগর সীমান্ত চৌকির (বিওপি) জোয়ানদের একটি টহল দল ফেনী ও মিরসরাই সীমান্তে পূর্ব অলিনগরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা দ্রুত পালিয়ে যায়। বিজিবি সদস্যরা সেখান থেকে ১ লাখ ৯৯ হাজার ৭৬০টি ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেন।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার টাকা।