ফুলগাজী প্রতিনিধি->>
ফুলগাজীতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ১৬ অটোরিকশা চালকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে ঈদ বকশিশ বলে বাড়তি ভাড়া আদায়ের দায়ে ফুলগাজীর মুন্সিরহাট বাজারে অভিযান চালিয়ে ১৬ সিএনজি চালিত অটোরিকশা চালকের ৭ হাজার ৮৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানায়, ঈদ বকশিশ বলে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় ও বাজারে সিএনজি চালিত অটোরিকশা অবৈধভাবে পার্কিং, সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলাচলের দায়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি সিএনজি চালিত অটোরিকশা চালকের ৭ হাজার ৮৭০ টাকা জরিমানা আাদায় করা হয়েছে। এসময় চলাচলকারী অন্যান্য যানবাহনকে বিভিন্ন অনিয়ম সম্পর্কে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনার সময় ফুলগাজী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।