বিশেষ প্রতিনিধি->>

শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় অভিযুক্ত মাদরাসা অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা (ইনডেক্স নম্বর ৩০৪১১১) এবং একই মাদরাসার ইংরেজির প্রভাষক আফসার উদ্দিন (ইনডেক্স নম্বর ২০৩০৫০৮)-এর এমপিও স্থগিত করা হয়েছে। রবিবার এসংক্রান্ত নথি অনুমোদন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বর্তমানে সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা এবং প্রভাষক আফসার উদ্দিন নুসরাত হত্যা মামলায় কারাগারে।

গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথম পত্র দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর ১০ এপ্রিল রাতে মারা যায়। পরদিন ১১ এপ্রিল বিকেলে তার জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে নুসরাতে ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে।