ছাগলনাইয়া, দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ফেনী, সোনাগাজী, স্পেশাল | তারিখঃ November 28th, 2018 | নিউজ টি পড়া হয়েছেঃ 175574 বার

বিশেষ প্রতিনিধি->>
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের ৩৪জন প্রার্থী।তন্মধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
ফেনী-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে আবুল বাশার চৌধুরী(স্বতন্ত্র),কাজী গোলাম কিবরিয়া(ইসলামী আন্দোলন),শাহরিয়ার ইকবাল(বিএনএফ),এ টি এম গোলাম মাওলা চৌধুরী(গণদল),শিরিনআখতার(জাসদ),আনোয়ার উল্যাহ ভূঞা(খেলাফত আন্দোলন),শেখ আব্দুল্লাহ(স্বতন্ত্র),বেগম খালেদা জিয়া(বিএনপি)মুন্সী রফিকুল আলম(বিএনপি),তারেকুল ইসলাম(এনডিএফ),খায়রুল বাশার মজুমদার তপন(স্বতন্ত্র),কাজী মোঃ নুরুল আলম(বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)মিজানুর,রহমান(স্বতন্ত্র)ও নুর আহাম্মদ মজুমদার(বিএনপি)
ফেনী-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে মাওলানা নুরুল করিম বেলালী(ইসলামী আন্দোলন),মোঃ নজরুল ইসলাম(জাতীয় পার্টি),নিজাম উদ্দিন হাজারী(আওয়ামীলীগ),জয়নাল আবদীন ভিপি(বিএনপি),জসিম উদ্দিন(বাসদ)জিয়াউদ্দিন মিষ্টার(বিএনপি)
ফেনী-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাসান আহমদ(সতন্ত্র)আব্দুর রাজ্জাক(ইসলামী আন্দোলন),শাহরিয়ার ইকবাল(বিএনএফ)মাসুদ উদ্দিন চৌধুরী(জাতীয় পার্টি),যুবলীগ নেতা মোঃ আবুল বাশার(স্বতন্ত্র)ইসতিয়াক আহমেদ(স্বতন্ত্র)শহীদ উদ্দিন মাহমুদ স্বপন(জেএসডি)হারাধন চক্রবর্তী (বাসদ) আব্দুল লতিফ জনি(বিএনপি)আকবর হোসেন(বিএনপি)মোঃ গোলাম হোসেন(স্বতন্ত্র)মোঃ মাঈন উদ্দিন(ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) আনোয়ারুল কবির রিন্টু আনোয়ার(স্বতন্ত্র)ও হাজী রহিম উল্যাহ(স্বতন্ত্র)।এরমধ্যে ৩০ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ও বাকী ৩ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ফেনীর ৩টি আসনে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সত্যতা স্বীকার করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply