জজহপ

ফুলগাজী প্রতিনিধি, ১ ডিসেম্বর

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিক্সার ও পাওয়ার ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার ফুলগাজীর উপজেলার জিএমহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ফুলগাজীর-জিএমহাট আঞ্চলিক সড়কে যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার সাথে কৃষি জমিতে সেচকাজে ব্যবহৃত পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সার যাত্রী সাইদুল হক মুরাদ (৩৫) নিহত হয়। এসময় এক মহিলাসহ দুই যাত্রী গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত সাইদুল হক মুরাদ ফুলগাজীর উপজেলার জিএমহাট এলাকার এনামুল চৌধুরীর ছেলে। পুলিশ ঘাতক পাওয়ার ট্রলির চালককে আটকের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।