শহর প্রতিনিধি->>
ফেনী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে ২ ঘন্টা অবরুদ্ধ করেছে রেখেছিল ব্যবসায়ীরা।মঙ্গলবার দুপুরে শহরের মিজান রোডে গ্র্যান্ড হক টাওয়ারে এ ঘটনা ঘটে।এসময় তারা প্রায় ঘন্টা খানের সড়ক অবরোধ করে রাখেন।

জানা গেছে,ওই দিন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভারতীয় শাড়ী বিক্রির অভিযোগে গ্র্যান্ড হক টাওয়ারের মায়াবী’র ফ্যাশানের মালিককে জরিমানা করে।পরে আটক করতে গেলে মার্কেটের ব্যবসায়ীরা তাঁকে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।এবং ব্যবসায়ীরা মার্কেটের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ২ ঘন্টা পর জেলা প্রশাসনের কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় মায়াবী ফ্যাশানের মালিককে ২ লাখ টাকা অথদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।