শহর প্রতিনিধি->>
রমজান উপলক্ষে ফেনীতে কোন সিএনজি চালক যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন খবর পাওয়া যায় ।তাকে তাৎক্ষনিক আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ফেনী ট্রাফিক পুলিশের ইনচার্জ মির গোলাম ফারুক।আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইড়িতে এমন ষোষণা দেন তিনি।তার স্ট্যাটাসটি নিন্মে হুবহু তুলে ধরা হলো।

“রমজান উপলক্ষে কোন cng যদি ভাড়া বাড়ায় ইচ্ছামত তাহলে গাড়ির নম্বর নোট করে গাড়ি টা কোনদিক থেকে কোনদিকে যাচ্ছে এই নম্বর এ কল করে জানান আপনার সামনে ই বিচার ০১৭১৩৩৭৩৭৮

এব্যাপারে ফেনী ট্রাফিক পুলিশের ইনচার্জ মির গোলাম ফারুক জানান,রমজান মাস আসলে কিছু অসাধু চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে।তাই পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম স্যারের সিদ্ধান্ত মোতাবেক কোথাও যদি সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে,এমন অভিযোগ পাওয়া যায়।তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।