বিশেষ প্রতিনিধি->>
যানজট নিরসনে অবশেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের একাংশ খুলে দেওয়া হলো।মঙ্গলবার (১৫ মে) দুপুর ১টা ৫০ মিনিটে ওভারপাসের একাংশ খুলে দেওয়া হয়।এর ফলে মহাসড়কটি ব্যবহারকারীদের ভোগান্তি কমবে।

Processed with MOLDIV


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নির্মাণ প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান কবির আহমদ প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট শুরু হয়।এতে করে ভোগান্তীতে পড়তে হয় চালক ও যাত্রীদের।পরে মঙ্গলবার বিকেলের
মধ্যে নির্মাণাধীন এ ওভারপাসের একাংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ওবায়েদুল কাদের।