বিশেষ প্রতিনিধি->>
‘বিএনপি নির্বাচনে আসলে খেলা হবে নির্বাচনী মাঠে, না আসলে জনগণই তাদের লাল কার্ড দেখাবে।’
রোববার দুপুরে ফেনী সার্কিট হাউজে জেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন

তিনি আরো বলেন,’যারা জ্বালাও পোড়াও করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নমূলক কাজ দেখে এখন তাদের মাথা ঘুরে গেছে।’
জেলার স্বাস্থ্য খাতের ব্যাপারে নাসিম বলেন, ‘শীঘ্রই জেলার স্বাস্থ্য খাতের সকল সমস্যার সমাধান হবে। যেসব হাসপাতালে চিকিৎসকের স্বল্পতা রয়েছে তা পূরণ করা হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া,ফেনী-১ আসনের সাংসদ শিরিন আখতার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা,১৪ দলীয় নেতৃবৃন্দ,ফেনী জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম,জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারী এবং জেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও উপস্থিত ছিলেন, ফেনী জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম প্রমূখ।

এদিকে বেলা সাড়ে ৩টায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ও ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেল সাড়ে ৪টায় ফুলগাজী উপজেলা সদরে ১৪ দলের জনসভায় তিনি যোগদান করেন।