নিজস্ব প্রতিবেদক->>

ফেনীর রাশেদসহ সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় বুধবার স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি ছাড়াও অন্যদেশের একজনসহ ৭জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
আহত বাংলাদেশিকে হাইল কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাইল থেকে প্রবাসী বাংলাদেশি আজিজ উল্লাহ সেলিম।

নিহতদের মধ্যে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির মো. মহিউদ্দিন রাশেদে (৩৫) রয়েছে। দুই বোন এক ভাইয়ের মধ্যে রাশেদ সবার ছোট। জিহান (৭), সাফওয়া (৫) ও আলিফ নামে তার তিনটি সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় নিহতের বাবা রফিকুল ইসলাম। অন্যদিকে মা কুলফুরের নেছা, স্ত্রী শিখা মজুমদার বার বার মূর্ছা যাচ্ছেন।

নিহত রাশেদের বাবা রফিকুল ইসলাম বলেন, এমন হবে জানলে ছেলেকে কখনোই বিদেশ পাঠাতাম না। ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

ফেনী এছাড়াও চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা এমরানুল হক সোহেল (৩৪), তার ভাই ইমামুল হক মুন্না (২২), গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মো. সোহেলসহ (৩০), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩) নিহত হয়।

প্রসঙ্গত, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে রাশেদসহ ৭ বাংলাদেশী ঘুমিয়ে পড়েন। ভোরে গ্যাস সিলিন্ডার বিম্ফোরণ হয়ে ৬ জন মারা যায়।