শহর প্রতিনিধি->>
ফেনীর বিসিকে একটি নকল কয়েল কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন।মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা সেখানে অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকার নকল কয়েল ধ্বংস করে।

তিনি জানান,চাড়িপুরের ইউলাদ কর্পোরেশন নামে এক ভুয়া প্রতিষ্ঠানে প্রস্তুত করা হচ্ছে নকল কয়েল। এই কয়েল প্রস্তুতের জন্য বিএসটিআই ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমতি নেই। এই সকল।কয়েল চলে যাচ্ছে গ্রামে গঞ্জে।এ সকল কয়েলে ব্যবহৃত হচ্ছে অননুমোদিত কেমিকাল যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: রাসেলকে (২৭) ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জব্দ করা হয় ৪০০ কার্টুন কয়েল ও এগুলো বানানোর কাঁচামাল জব্দ করা হয় যার মূল্যমান প্রায় ৭ লক্ষ টাকা। পরে জব্দকৃত কয়েল পৌরসভার পে লোডার দ্বারা দেওয়ানগঞ্জে ধ্বংস করা হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই পরিদর্শক সাইফুর রহমান, ফিল্ড অফিসার আশিকুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।