নিজস্ব প্রতিবেদক->>

ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিককে আরো দুই মামরায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ২০১৭ সালের ৮ জানুয়ারি শহরের শহীদ শহীদুলআলাহ কায়সার সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে দলীয় কর্মসূচীতে গ্রেপ্তার হয় গাজী হাবিব উল্লাহ মানিক।
আসামী পক্ষের আইনজীবী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী জানান, গত রোববার মামলার পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) এর কপি কারাগারে প্রেরণের পর কারাগার থেকে ছাড়া পেয়ে যাওয়ার কথা ছিলো।
সূত্র জানায়, ৭ মে ২০১৬ সালের ধলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে সংগঠিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারে গাজী মানিকের নাম না থাকলেও দুই বছর এই মামলার চার্জশীটে তাকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার দেখানো হয়। ফলে একে একে ৪০টি মামলায় জামিন পেলেও ফের ভোট কেন্দ্রে সহিংসতার মামলায় নতুন করে আসামী হওয়ায় গাজী মানিক সহসাই মুক্তি পাচ্ছেন না।