বিশেষ প্রতিনিধি->>

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ নিতে ‘আইজিপি কমপ্লেইন সেল’ গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের ‘সিকিউরিটি সেল’ এখন ‘আইজিপি কমপ্লেইন সেল’ নামে পরিচিত হবে।

সোমবার এ সেল গঠন করা হয় বলে জানান এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস।

তিনি বলেন, “এই সেল ২৪ ঘণ্টা চালু থাকবে। একজন অতিরিক্ত ডিআইজি সেলটির তত্ত্বাবধান করবেন।”
যে কোনো পদের পুলিশ সদস্য অপেশাদার বা অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে যেকোনো সময় অভিযোগ নেওয়া হবে বলে জানিয়ে এআইজি সহেলী বলেন, “আগে অফিস চলাকালীন সময়ে অভিযোগ নেওয়া হতো। এখন নির্ধারিত কোনো সময় নেই।”

এই সেলে সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে অভিযোগ করা যাবে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫ এবং ০১৭৬৯৬৯৩৫৩৬ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে।

ই-মেইলেও complain@police.gov.bd অভিযোগ করা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা সহেলী।

সূত্র: বিডিনিউজ২৪.কম