সমাবেশে আসতে খালেদাকে বাঁধা
_______________________
বিএনপির জনসভায় নেতাকর্মীদের আসতে বাঁধা দেয়ার প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নেতাকর্মীদের সমাবেশ আসতে বাঁধা দিয়ে ছোট মনের পরিচয় দিয়েছে।

রবিবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন। বিকেল ৪টা ১০মিনিটে বক্তব্য শুরু করে তিনি।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আগামী নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। এটা দেশের সকল শ্রেণীর মানুষের দাবি।

খালেদা জিয়া বলেন, আমিও যাতে আপনাদের সামনে পৌঁছাতে না পারি, আমার বাড়ির সামনে থেকে গুলশান পর্যন্ত বাস দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বাসের ড্রাইভার নেই। এরা যে এতো ছোট মনের, সেটা আজকে প্রমাণ করে দিলো। এতো ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না।

খালেদা বলেন, হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। সামান্য স্থানীয় নির্বাচনে তারা চুরি করে জিততে চায়, তাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।