বিশেষ প্রতিনিধি->>

স্নায়ুজনিত একটি রোগের নাম ‘ফুট ড্রপ’। এই রোগে হাঁটাচলায় বেশ কষ্ট হয়। মূল সমস্যা হয় পা ওপরের দিকে তুলে সামনে ফেলতে। সমস্যাটির সমাধানে পায়ের সহায়ক যন্ত্র তৈরি করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী—মামুনুর ইসলাম, হুমায়ন কবির, রেশাদ ইবনে মুবিন ও ইশান।
ডিভাইসটি হাঁটার সময় পা সঠিকভাবে ওপরে তুলতে এবং নিচে নামাতে সহায়তা করে। হাঁটাচলা করা যাবে স্বাভাবিকভাবেই।
মামুনুর ইসলাম জানান, ডিভাইসটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। তবে বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে আট হাজার টাকার মধ্যেই তৈরি করা যাবে।

প্রসঙ্গত, গত দু’সপ্তাহ আগে শেষ হওয়া বাংলাদেশ আইসিটি এক্সপোতে আসা দর্শকদের দৃষ্টি কাড়ে ‘ইনোভেশন জোন’। এখানে দেখানো হয় বাংলাদেশি তরুণ শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ও প্রযুক্তি। এর মধ্যে প্রশংসিত হয় পায়ের সহায়ক যন্ত্র, স্বয়ংক্রিয় পোর্টেবল বায়োপ্লান্ট প্রকল্প, রিভারাইন ভেহিকল ট্র্যাকিং সিস্টেম, অ্যাকুয়াটিক রোভার ও পানিতে ডোবানো কম্পিউটার।

তথ্যসূত্র: কালের কন্ঠ