দাগনভূইয়া প্রতিনিধি->>
ফেনীর দাগনভূইয়ায় হাজী হাবিব উল্যাহ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শুক্রবার বিকেলে আতাতুর্ক হাই স্কুল মিজান মিলনায়তনে বৃত্তি প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার আবুল বাশার।দক্ষিন নেওয়াজ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন,পৌর মেয়র ওমর ফারুক খাঁন,রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন,জেলা পরিষদের সদস্য সালে আহাম্মদ,ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা,পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক,দাগনভূইয়া সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন,ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক যুবলীগ নেতা শাহাদাত হোসেন সেলিম,ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল ।

এতে বক্তব্য রাখেন অভিবাবক গিয়াস উদ্দিন,শিক্ষক গোলাম কিবরিয়া,শিক্ষক মাঈন উদ্দিন প্রমুখ।

বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক আমির হোসেন সুজন জানান,অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ৬০ জন ও সাধারন গ্রেডে ৯১ জনকে বৃত্তি প্রদান করা হয়।