বিশেষ প্রতিনিধি->>
সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা করতে হলে সংশ্লিষ্ট থানাকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) অনুমতি নিতে হবে ।

এমনটি জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ

শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে ‘সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালা বিষয়ক’ এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে
প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল কালাম সাহিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন,দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা ভূমিকা অপরিসীম ।তারা নিরলস পরিশ্রম করে চলেছে। তাই তাদের মর্যাদা রক্ষা করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।