বিশেষ প্রতিনিধি->>
রোহিঙ্গাদের জন্য সহায়তা নিয়ে যাওয়ার সময়
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৫ জন।

উপজেলার ছাখদালা সীমান্ত চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেড ক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এম জাহাঙ্গীরজানায়, ট্রাকটি ছাখদালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণ কাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে ছাখদালা সীমান্ত চৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন।তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।