এম.এ.হাসান->>
পরশুরামে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত আগরতলা-কক্সবাজার পর্যন্ত বাস সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন।গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।তিনি বলেন,বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী করা হয়েছিল।ষড়যন্ত্রমুলক এ মামলায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। আগরতলায় বঙ্গবন্ধুর অনেক স্মৃতি জড়িয়ে আছে।পরশুরামের বিলোনীয়া সীমান্ত থেকে প্রায় ৩০ কি.মি দূরে আগরতলা অবস্থিত। ত্রিপুরা রাজ্যের আগরতলা হতে বিলোনিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত বাস সার্ভিস চালু করা হলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম এবং দু’দেশের মানুষ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানটিতে যাতায়াতের সুযোগ পাবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হবে।।
আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল)আবদুল মালেক,উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো.সাইফুল ইসলাম, পরশুরাম থানার ওসি(তদন্ত) মাসুক করিম শিকদার।