স্পোর্টস ডেস্ক ->>
অনুর্ধ্ব-১৫ দলের হয়ে বিকেএসপির চূড়ান্ত ক্যাম্পে চান্স পেয়েছে ফেনীর ছেলে লাবিব। আজ রবিবার থেকে ১৮ দিন ব্যাপী বিকেএসপির এই প্রশিক্ষন গ্রহন করবে লাবিব সহ আরও ২২ তরুণের দল।
ঘরোয়া ক্রিকেট এ ধারাবাহিক ভালো পারফরম্যান্স ধরে রাখার মধ্যে দিয়েই বিকেএসপি তে লাবিবের এই অগ্রযাত্রা।

এর আগে, অনুর্ধ্ব-১৪ দলের হয়ে খেলতে নেমে প্রথমেই তাক লাগায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী লাবিব।

এরপর একে একে ১৫-১৬ ও ১৬-১৭ অনুর্ধ্ব-১৪ ক্রিকেট চ্যাম্পিয়ান ফেনী জেলা দলের হয়ে ৮২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করে সে। ২০১৭ সালের জানুয়ারিতে বিভাগীয় টুর্ণামেন্টে চাঁদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর জেলা দল। অনুর্ধ্ব- ১৫ চট্টগ্রাম বিভাগীয় দলে স্থান পাওয়া ফেনীর ৫ ক্রিকেটারের একজন লাবিব।

বিভাগীয় দলের হয়ে রাজশাহী ও কক্সবাজারে খেলে রানার্স আপ হয় চট্টগ্রাম বিভাগীয় দল।

বিভাগীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারি লাবিবের সংগ্রহ ৩৮২। এরপর খুলনায় চ্যালেঞ্জার সিরিজে দুটি ম্যাচে অসাধারণ পারফর্মেন্স এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে আসে লাবিব।