ফুলগাজী প্রতিনিধি->>
ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নে নুরপুর গ্রামে গতকাল মঙ্গলবার গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশ।

ফুলগাজী থানার অফিসার ইনর্চাজ এম এম মোর্শেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই দিন গভীর রাতে জিএমহাট ইউনিয়নের নুরপুর রাস্তার পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ ডাকাতদল । পরে ফুলগাজী থানার নিয়মিত টহলরত পুলিশ সিএনজি নিয়ে ঘটনাস্থলে পৌছালে এসময় ডাকাতরা প্রথমে পুলিশকে আক্রমণ করে।পরে পুলিশ ধাওয়া করে পুলিশ ৫ ডাকাত সদস্যকে আটক করে। বাকী ৩ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, ফেনীর পুলিশ কোয়ার্টারের মাহিম (১৮ ),সন্দীপের কামারখানির খায়রুল বারি তুহিন(১৮),খুলনার রামপালের নোমান (১৯)ফেনীর সদরের নাজমুল হাছান মেহেদী (১৬) ও ফেনী মধ্যেম সোনাপুরের নুর উদ্দিন (১৮)

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ ডাকাতি প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে ১টি পাইপ গান, ১টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার ও ৪টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।