সোনাগাজী প্রতিনিধি->>
ফেনীর সোনাগাজীতে ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।এসময় আত্মরক্ষায় গুলি চালানোর সময় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।রবিবার দিনগত রাত ১ টার দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,রবিবার নুরে আলম রিয়াদকে মঙ্গলকান্দি ইউনিয়নে গ্রামীন ব্যাংকের ফিল্ড অফিসার এর কাছ থেকে টাকা ছিনতাইকালে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী ।তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই দিন আলাউদ্দিন রুবেল নামের অপর ছিনতাইকারীকে আটক করে।সে জানায়,তাদের লিডার শেখ ফরিদ।তাকে ধরতে রবিবার দিনগত রাত ১ টার দিকে আটক দুই ছিনতাইকারীকে নিয়ে সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউচার ও সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী শেখ ফরিদ ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।পুলিশ আত্নরক্ষার্তে পাল্টা গুলি ছুড়লে এসময় ছিনতাইকারী নুরে আলম রিয়াদ,আলাউদ্দিন রুবেল গুলিবিদ্ধ হয়।একই সময় ছিনতাইকারীদের হামলায় আহত হয় পুলিশের এসআই মো: জাহাঙ্গীর,কনষ্টেবল রাকিব ও আবুল খায়ের।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি উদ্ধার করে।এদিকে আহতদের সোনাগাজী ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাগনভূইয়া-সোনাগাজীর সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।