বিশেষ প্রতিনিধি->>

দেশের বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী চারদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘আমরা দেখছি যে গত ১০ দিন যাবত বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। চার দিনের মধ্যে একটা ভাল অবস্থায় আসবে। কিছুটা ঘাটতি থাকবে টাওয়ারটি পরে যাওয়ার কারণে। আমি আশা করবো যারা গ্রাহকরা আছেন তারা বিষয়টি বুঝতে চেষ্টা পারবে’।

সূত্র: সময়টিভি