দাগনভূঞা প্রতিনিধি , ফেনী ,১০মে,:

ফেনীর দাগনভূঞায় অপহরণের তিন ঘন্টাপর আটক অবস্থায় জাহাঙ্গীর(২৪)নামে এক যুবক কে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৫টার দিকে দাগনভূঞা পৌরসভার সাতবাড়ী থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ এ সময় ঔ বাড়ীর একটি পরিত্যক্ত ঘর থেকে ১৫ টি ককটেলও ২টি চোরা উদ্ধার করে।
ভূক্তভোগী পরিবার ও দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, শনিবার দুপুর ২ টার দিকে সাতবাড়ীর মৃত নুরনবীর ছেলে লাতুর ,শিমুল, হাছান এর নেতৃত্বে ১০/১২ জনের দূর্বৃত্তরা দাগনভূঞা  পেট্রোল পাম্পের পিছনে পুরাতন থানা সংলগ্ন এলাকায় একটি বাসাতে হানা দেয়। বাসার গৃহকর্তা তাজুল ইসলাম বাপ্পীর স্ত্রী কে  জোর পূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে গৃহকর্ত  বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে । এক পর্যায়ে গৃহকর্তার খালতো ভাই জাহাঙ্গীর বাধা দিলে তাকে আঘাত করে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়
খবর পেয়ে ফেনী অতিরিক্ত পুলিশ এনে দ্রুত অভিযান চালিয়ে জাহাঙ্গীর  কে হাত পা বাধা অবস্থায় সাত বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে।
এদিকে পুলিশ জানান অর্ধ ডজন মামলার আসামী লাতু(২৪) শিমুল হাছান, সহ জড়িত অন্যদের কে গ্রেফতারের চেষ্টা চলছে।
।উদ্ধার হওয়া জাহাঙ্গীর চাঁদপুর জেলার ফরিদগনজের অলি আহম্মদের ছেলে।