শহর প্রতিনিধি->>
ফেনীতে প্রায় ১০ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে পৌর মাছের আড়ৎ থেকে এসব মাছ জব্দ করা হয়।পরে জব্দকৃত মাছগুলো জেলার ভিবিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী জানান,ওই সকালে ফেনী পৌর মাছের আড়ৎ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১৮-৫১৪৫) ভর্তি ৯ হাজার ৫শ’৭৫ কেজি জাটকা জব্দ করে। বিক্রয় নিষিদ্ধ জাটকা পরিবহণের দায়ে চালক সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। তিনি আরো জানান,জব্দদকৃত মাছের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে দুপুরে দিকে মাছগুলো জেলার ৯০টি এতিম খানায় ও স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করে দেয়া হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো মুনিরুজ্জমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ছৈয়দ মোস্তফা জামান উপস্থিত ছিলেন।