শহর প্রতিনিধি->>
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহণের যাত্রীবাহী একটি বাস রাস্তার বাইরে গিয়ে গাছের গুড়ির সাথে ধাক্কা খায়। এতে বাসে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহণের দ্রুতগামী একটি বাস মহাসড়কের স্টারলাইন ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এসে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে থাকা গাছের গুড়িতে ধাক্কা লাগে। এতে বাসে থাকা অন্তত যাত্রীরা আহত হন। গুরুতর আহত অবস্থায় ৪জনকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনায় আহত সাকিব নামের এক যাত্রী বলেন, পুরো রাস্তায় চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়েছে। যাত্রীরা বার বার অনুরোধ করার পরও কর্ণপাত করে সে। ওই যাত্রী বলেন, গাছের গুড়ি ও সামনে দেয়াল না থাকলে বড় ধরণের দূর্ঘটনার শিকার হতে হতো। আল্লাহ অশেষ মেহেরবানীতে রক্ষা পেয়েছেন তাঁরা।