বিশেষ প্রতিনিধি->>
ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন মেম্বার হত্যা মামলার প্রধান আসামী একই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন মেম্বারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে বালিগাঁও ইউনিয়নের চাওড়ার পুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলার সহ ৭টি মামলা রযেছে। র‌্যাব ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,গত ৬ সেপ্টেম্বর ইউনিয়ন নির্বাচনের কয়েক দিন পূর্বে জয়নাল আবেদিন ফেনী শহর থেকে বাড়ী ফেরার পথে রাত ১০টার দিকে কামাল উদ্দিনের নেতৃত্বে স্থানীয় সরকার দল সমর্থীত সন্ত্রাসীরা তার গাড়ীর গতি রোধ করে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জয়নালের পিতা বাদী হয়ে কামাল উদ্দিন মেম্বারকে প্রধান করে ফেনী থানায় মামলা দায়ের করে। ফেনী থানা পুলিশের তালিকায় কামাল উদ্দিন পালতক হলেও শুক্রবার দুপুরে চওড়ার পুকুর পাড় মসজিদ থেকে নামাজ শেষে বাড়ী যাওয়ার পথে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এদিকে কামাল আটকের সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে তার অনুসারীরা নিহত জয়নাল অবেদিন মেম্বারের বাড়ীতে দফায় দফায় হামলার চেষ্টা করলে পরে গ্রামবাসিদের বাঁধার মুখে ফিছুহটে তারা। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজান বিরাজ করছে।