দাগনভূঞা প্রতিনিধি ->>
দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোবারক হোসেনের বিরুদ্ধে ভর্তি বানিজ্যের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কানিজ ফাতেমা নামে এক ছাত্রীর মাতা মমতাজ বেগম ।আজ বৃহস্পতিবার দুপুরে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগে তিনি জানান,চলতি বছরে তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অপেক্ষামান তালিকায় প্রথম হয় ।পরে তিনি জানতে পারেন শাহনাজ জাহান নামের এক শিক্ষার্থী (যাহার ভর্তি রোল ৯৯)ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ব্যক্তিগত কারনে অত্র স্কুলে ভর্তি না হয়ে পূর্ব চন্দ্রপুর বৈরাগীর হাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় ।এ শুন্য পদে কানিজ ফাতেমাকে ভর্তি না করে সেখানে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রধান শিক্ষক অন্য একজনকে ভর্তি করেন।এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভূইয়া বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।এ ছাড়া উপজেলা চেয়ারম্যান,উপজেলা শিক্ষা অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের বরাবর অভিযোগের অনুলিপির কপি দেন ।এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোবারক হোসেন জানান,তিনি এ ব্যাপারে কোনো তথ্য জানাবেন না,জানতে চাইলে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,বিষয়টি খতিয়ে দেখা হবে ।অন্যদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খায়েজ আহমদ ও জিয়া উদ্দিন মাসুদ জানান ,প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের সাথে প্রধান শিক্ষক বিভিন্ন সময় খারাপ ব্যবহার করেছেন ।
প্রসঙ্গত; তিনি যোগদানের পর থেকে বিদ্যালয়ের নিজস্ব মার্কেটের একটি দোকান নিজের নামে লিখে নেন।এছাড়াও ম্যানেজিং কমিটিকে উপেক্ষা করে অনেক কাজ একক সিদ্ধান্তে করেন বলে অভিযোগ পাওয়া গেছে।