বিশেষ প্রতিনিধি->>
ফেনীতে উন্নয়ন ও শান্তির স্বার্থে দলমত নির্বিশেষে মিলেমিশে কাজ করি।
সন্ত্রাসী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আ’লীগের কোন
নেতাকর্মী দ্বারা যদি বিএনপির কোন নেতাকর্মী নির্যাতিত হোন, সোজা আমার
কাছে চলে আসবেন ।আমি কি বিচার করি দেখেন।বৃহস্প্রতিবার বিকেলে সোনাগাজী পৌরসভার সীমান্ত গেইট উদ্বোধনকালে ফেনী -২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারি এসব কথা বলেন।তিনি আরো বলেন অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে। ফেনীর উন্নয়নের স্বার্থে আমরা এক কাতারে মিলিত হই। মানুষ শান্তিতে না থাকতে পারলে উন্নয়ন করে কোন লাভ নেই। তাই আগে মানুষকে শান্তিতে বসবাস নিশ্চিত করতে হবে।
আমি অক্লান্ত পরিশ্রম করে ফেনী জেলায় শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। ফেনী জেলায় শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করি।অনুষ্ঠানে সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি, বিআরডিবি চেয়ারম্যান ফারুক হোসেনের
সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী মডেল থানার
ওসি মো. হুমায়ুন কবির, ফেনী সদর উপজেলা আ’লীগের সভাপতি ও চনুয়া ইউপি
চেয়ারম্যান করিম উল্যাহ বিকম প্রমুখ।
প্রসঙ্গত;সোনাগাজী -ফেনী সড়কের সাতবাড়িয়া সংলগ্ন স্থানে পৌরসভার অর্থায়নে সাড়ে ১২লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে সোনাগাজী পৌরসভার এ তোরণটির নাম করণ করা হয়।