নিজস্ব প্রতিবেদক->>

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার রায়ে ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ রায় প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে খালাস পেয়েছেন ১৬ জন আসামী।

ফেনী জজ কোর্টের পিপি এ্যাডভোকেট হাফেজ আহম্মদ জানান, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করে মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ৫৬ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় ৪৪ জনকে গ্রেপ্তার করেছিলো আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যার দ্বায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় ১৫ জন আসামী। এ মামলার অন্যতম আসামী সোহেল ওরফে রুটি সোহেল র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

হত্যার প্রায় পৌনে চার বছর পর আদালতে দীর্ঘ ৬৩ কার্য দিবস শেষে রায় প্রদান করে। রায়ে ফাঁসির দন্ড পায় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির আদেল, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জিহাদ, সাংসদ নিজাম উদ্দিন হাজারির মামাতো ভাই আবিদুল ইসলাম আবিদ, সাজ্জাদুল ইসলাম পাটোয়ারি সিফাত, আবু বক্কার সিদ্দিক, আজমির হোসেন রায়হান, মো. শাহজালাল উদ্দিন শিপন, জাহিদুল ইসলাম জাহিদ আজাদ, কাজি শানান মাহমুদ, মীর হোসেন আরিফ, পাঙ্কু আরিফ, রাশেদুল ইসলাম রাজু, সোহান চৌধুরী, জসিম উদ্দিন নয়ন, নিজাম উদ্দিন আবু, আবদুল কাইউম, নুর উদ্দিন মিয়া, তোতা মানিক, মো. সজিব, মামুন, রুবেল, হুমায়ুন, টিপু, চৌধুরী মো. নাফিজ উদ্দিন অনিক, আরমান হোসেন কাউসার, জাহেদুল হাসেম সৈকত, জিয়াউর রহমান বাপ্পি, জসিম উদ্দিন নয়ন, এমরান হোসেন রাসেল, রাহাত মো. এরফান ওরফে আজাদ, একরাম হোসেন আকরাম, শফিকুর রহমান ময়না, কফিল উদ্দিন মাহমুদ আবির, মোসলে উদ্দিন আসিফ, ইসমাইল হোসেন ছুট্টু, মহিউদ্দিন আনিছ, বাবলু ও টিটু।

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমান করতে না পারায় ১৬ আসামীকে খালাস দিয়েছে। খালাস পেয়েছে মামলার চার্জশীটভূক্ত প্রধান আসামী বিএনপির নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার, টুপি বেলাল, জিয়াউল আলম মিষ্টার, মো. আলমগীর আলউদ্দিন, আবদুর রহমান রউপ, সাইদুল করিম পবন, জাহিদ হোসেন ভূইয়া, ইকবাল হোসেন, মো. শাখাওয়াত হোসেন, শরিফুল ইসলাম পিয়াস, কালা মিয়া, নুরুল আবসার রিপন, মো. ইউনুস ভূইয়া শামীম, মো. মাসুদ, কাদের, ফারুক।

এদিকে আসামীপক্ষের আইনজীবী আহাসান কবীর বেঙ্গল জানান, দন্ডপ্রাপ্ত আসামীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তারা উচ্চ আদালতে আপিল করবেন। অপরদিকে নিহতের পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা রায় নিয়ে কোন মন্তব্য করেনি।