দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধু ভূষন ভৌমিক এর বিরুদ্ধে টাকা আতœসাতের অভিযোগ তুলেছেন তাহারই অধিনস্থ্য ২৫টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোপাইটরা (সিএইচসিপি)। শনিবার সকালে উক্ত ক্লিনিকের প্রোপাইটরা উপজেলা হাসপাতলের সামনে জড়ো হয়ে এক প্রতিবাদ সমাবেশ করেন।
সূত্র জানায়,কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হেলথ কেয়ারের প্রতি প্রোপাইটরদের জন্য ৫০০ টাকা সরকারী বরাদ্ধ আসে। উক্ত টাকা থেকে ডাঃ বিধু ১০০ টাকা করে হাতিয়ে নেয়। এতে ক্ষুব্ধ  হয়ে কমিউনিটিন ক্লিনিকের প্রোপাইটররা কর্মবিরতি পালন করে বিধুর অপসারন চেয়ে এক প্রতিবাদ সমাবেশ করেন। হেলথ কেয়ার প্রোপাইটর সভাপতি পলাশ জানান,ইতিপূর্বে হেলথ কেয়ার প্রোপাইটরদের জন্য ১৮০০ টাকা করে বরাদ্ধ আসলে সেখান থেকে ও তিনি প্রতিজন থেকে ৪০০ টাকা করে কমিশন নিয়েছেন। এ দিকে হাসপাতালে আগত রোগীদের কাছ থেকেও টাকা নেয়ার একাধিক অভিযোগ রয়েছে। এ সব ব্যাপারে ডাঃ বিধুর সাথে কথা বল্লে তিনি এ বিষয়ে কোন সদুত্তোর দিতে পারেননি।